হিজরি ১৪৪৫ উপলক্ষে নববর্ষ উদযাপন পরিষদ বাঘাইছড়ি কর্তৃক আয়োজিত হিজরি সনের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২২ জুলাই) উপজেলার চৌমুহনী চত্বরে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারীর সার্বিক তত্বাবধানে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জনাব মোঃ জমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মুহাম্মদ আবদুন নুর, বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আবদুল কাইয়ুম,যুবলীগের সভাপতি জনাব শাহরিয়ার হোসেন,
আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি মাওলানা আবু হানিফ নঈমী,কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, সহকারী সুপার মাওলানা মোজাম্মেল হক, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিন আনছারীসহ আরো অনেকে।
এতে প্রধান বক্তা ছিলেন হিজরি নববর্ষ উদযাপন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব জনাব ইন্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম,বিশেষ বক্তা ছিলেন যুবসেনার কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা কাজী জাহেদুল ইসলাম,হিজরি নববর্ষের তাৎপর্য তুলেধরে আলোচনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আহমাদ বিন হাবিব,কাচালং বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কাউছার উদ্দিন নুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামদ-নাত ও সংগীত পরিবেশন করেন শায়ের তানভীর হোসেন তারেক, শায়ের সাইমুন,শায়ের মিনহাজ, শায়ের আনোয়ার রেজা,হাসান রেজা,আবু বকর আসিফসহ বিভিন্ন ইসলামি শিল্পীরা।
পরিশেষে মিলাদ-কিয়াম ও দোয়া-মুনাজাতের মাধ্যমে হিজরি নববর্ষের কর্মসূচি সমাপ্ত হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪