বাঘাইছড়িতে ১০০ পরিবারে পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের মিলনপুর ও ভদংগাছড়িতে ১০০ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে পাহাড়ি ছাত্র পরিষদ ও যুব সমিতির বাঘাইছড়ি থানা কমিটি।

রবিবার ( ১ সেপ্টেম্বর) বিকালে এসব খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা শাখার যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক সুব্রত চাকমা, যুব সমিতির সাংগঠনিক সম্পাদক বিপর্শী চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক সমেদ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি পিয়েল চাকমা, সাধারণ সম্পাদক চিবরন চাকমা সহ সাধারণ সম্পাদক উদ্দীপন চাকমা প্রমুখ।

পিসিপি সভাপতি পিয়েল চাকমা জানান, চলমান বন্যা পরিস্থিতিতে বিভিন্ন অঞ্চল সহ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে পাহাড়ি ছাত্র পরিষদ ও যুব পরিষদ তারই ধারাবাহিকতায় মিলনপুর ও ভদংগাছড়ি এলাকার হতদরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তিনি বলেন আমাদের এই কার্যক্রম পূর্বেও ছিলো বর্তমানেও চলমান রয়েছে।