বাঘাইছড়িতে ২৫ মার্চ গনহত্যা দিবস পালিত

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

|| আশিকুর রহমান ||
বাঘাইছড়ি উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাঘাইছড়ি  উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গনহত্যা দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) মাহাফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আআজিজুর রহমান, থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া,  বাঘাইছড়ি প্রেস ক্লাবের  সভাপতি দিলীপ কুমার দাশ উপস্থিত ছিলেন।

কাচালং সরকারি  কলেজের প্রভাষক কামাল হোসেন মীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা।

বক্তারা ১৯৭১ সালের আজকের দিনে পাকিস্তানি সেনাদের বর্বরোচিত হামলার নিন্দা প্রকাশ করেন এবং গণহত্যায় নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

গনহত্যা দিবসটি উদযাপন উপলক্ষে আজ রাত ০৯.০১ মিনিটে বাঘাইছড়ি উপজেলায় ব্লাক আউট কর্মসূচি পালন করা হবে।