বাঘাইছড়িতে ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৮ টায় বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ। বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন জুমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহবায়ক ইউনুস মানিক, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর তাতীদলের সাধারণ সম্পাদক মোঃ সবুজ, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, পৌর জাসাস এর আহবায়ক মোঃ মাসুদ, পৌর যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, পৌর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ হোসেন।

আলোচনা সভায় শুরুতে বিএনপি পরিবারের সদস্যদের মধ্যে যারা পরলোক গমন করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

বিগত আওয়ামী সরকারের সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর নির্মম হামলা ও মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করে বক্তারা বলেন বিগত ১৭ বছর পৌর ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক কোন সাংগঠনিক সভা করা সম্ভব হয়নি ৫ আগস্টে আওয়ামী সরকার পতনের পর বর্তমানে চলমান ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক বা কর্মী সমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা বিএনপির নেতৃবৃন্দ বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে সকল বিভাজনকে পিছনে ফেলে ঐক্যের রাজনীতি করতে নির্দেশনা প্রদান করেন এবং বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে যিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয় যুক্ত করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে এখন থেকে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে বিএনপির কর্মকান্ড ছড়িয়ে দেয়ার আহবান জানান।