বাঘাইছড়িবাসীর হৃদয়ে থাকবেন ইউ এন ও রুমানা আক্তার প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা হতে পদোন্নতি জনিত কারনে বিদায় নিলেন উপজেলার প্রথম নারী নির্বাহী অফিসার রুমানা আক্তার । তিনি খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন হতে গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে বাঘাইছড়ি হতে বিদায় নেন ২ সন্তানের জননী রুমানা আক্তার। গত ১৩ নভেম্বর (সোমবার) আনুষ্ঠানিকভাবে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার মধ্য দিয়ে বাঘাইছড়ি উপজেলার দায়িত্বের ইতি টানলেন তিনি৷ ১৪ নভেম্বর (মঙ্গলবার) খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে ২ দিনের ছুটিতে আবারো বাঘাইছড়ি আসেন রুমানা আক্তার, বিশেষ করে তার উদ্যোগে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর চুরান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেন ১৬ নভেম্বর বৃহস্পতিবার, ৩ দিনের অতিথি হয়ে এসে পরিবারের আসবাবপত্র গোছিয়ে বিদায় নিলেন শনিবার। বিদায় বেলায় রুমানা আক্তার সকলের কাছে অশ্রুসিক্ত নয়নে নিজের এবং পরিবারের জন্য সকলের কাছে দোয়া চাইলেন এবং কাজের ক্ষেত্রে ভুল ত্রুটির কথা বলে ক্ষমা চাইলেন। তিনি বলেন বাঘাইছড়িতে আসার সময় যতটা কষ্ট পেয়েছি যাওয়ার সময় তারচেয়ে অধিক কষ্ট হচ্ছে বাঘাইছড়ি আমার অনেক বেশী আপন হয়ে গেলো, চাকরির নিয়মের বাহিরে যাওয়ার সুযোগ নেই। এসময় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার মাহাফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, রুবেল চাকমা সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। পৌর মেয়র জমির হোসেন বলেন, বাঘাইছড়িবাসী এমন আন্তরিক ইউ এন ও আর পাবো কিনা জানি না তবে তার পরিবার আমাদের কাছে বাঘাইছড়িবাসীর অংশ হয়েই থাকবেন আজীবন, আমরা উনার ব্যাক্তি জীবন ও পারিবারিক জীবনের উন্নতি ও মঙ্গল কামনা করছি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন বলেন, তিনি বাঘাইছড়ির প্রথম নারী ইউ এন ও ছিলেন সকল বিষয়ে সমন্বয় করে চলার মত দারুণ গুনাবলী তার মধ্যে ছিলো, আমরা বাঘাইছড়ি বাসী তাকে আজীবন স্মরণ রাখবো। রুমানা আক্তার ২০২২ সালের ২২ জুন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সকল জনপ্রতিনিধি এবং সর্বস্তরের প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গদের সাথে সুন্দর সমন্বয় করে দায়িত্ব পালন করেছেন। উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় প্রতিটা এলাকার সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করেছেন বিশেষ করে মানসম্মত শিক্ষা, আশ্রয়ন প্রকল্প, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে ব্যপক ভূমিকা রেখেছেন। বাঘাইছড়ি উপজেলার ব্র্যান্ডিং প্রমোশন হিসেবে নির্মাণ করেছেন আই লাভ বাঘাইছড়ি ও আই লাভ সাজেকের মত দৃষ্টিনন্দন স্থাপন। তিনি গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহতদের স্মরণে স্মৃতি স্তম্ভ নির্মাণ করে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন এবং সর্বশেষ বাঘাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা দীর্ঘ ১১ বছরের দুর্নামকে সুনামে রূপ দিতে উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সুনামের সাথে সম্পন্ন করেছেন। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: