বাঘাইছড়িতে “আস্থা প্রকল্প”র ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

ইমরান হোসেন জুমান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ এর “আস্থা প্রকল্প” কর্তৃক ত্রৈ-মাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় জেলা পরিষদ রেস্ট হাউজ মিলনায়তনে “আস্থা প্রকল্প” এর উদ্যোগে উপজেলা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক দ্যুতি চাকমা এর সভাপতিত্বে ত্রৈমাসিক সভায় প্রধান অথিতি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশিকা ডেভলপমেন্ট এর ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা।
সভায় প্রকল্পের ৩টি মূল উদ্দেশ্য নিয়ে প্রধান আলোচক বলেন: ১) তৃণমূল পর্যায়ে সহনশীল, সন্ত্রাসমুক্ত সমাজগঠনে যুবদের সম্পৃক্ত করা, ২) বয়স্কদের সাথে যুবদের সংযোগ স্থাপনের দ্বারা যুব নেতৃত্বের বিকাশ ঘটানো, ৩) সরকারের ২০১৭ সালের যুবনীতি অনুযায়ী যুবদের দেশের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা।
অতঃপর সভার সভাপতি দ্যুতি চাকমা প্রধান আলোচকের সাথে সম্মতি জ্ঞাপন করে সকলকে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে যুবশক্তিতে নিজেদের রুপান্তর করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি করেন।