বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

|| মুহাম্মদ রিয়াজ ||

বাঘাইছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত।

আজ ২২ মার্চ বুধবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাবু শংকর চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তি বিকাশ চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হিল্লোল জীবন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিঠেল‌ চাকমা, বিদ্যালয়ের শিক্ষক সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ।

বক্তারা সু-শিক্ষায়‌ শিক্ষিত হয়ে‌ সার্থক মানুষ হিসেবে গড়ে উঠে দেশ ও সমাজের সেবায় কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এবং এস‌এসসি‌ পরীক্ষার্থীদের‌ ভালো‌ ফলাফলের জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ‌।

আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজনের‌ মাধ্যমে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।