প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ
বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন ৯ জুন
স্থগিত হওয়া বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ জুন রবিবার, ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত হওয়া ২২টি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত হয়েছে তার মধ্যে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনও স্থগিত হয়।
বুধবার (২৯মে) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচনের তারিখ জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি জানান, ২২টি উপজেলা পরিষদের মধ্যে ২০টির ভোট হবে ৯ জুন এবং বাকি ২টির ভোট হবে ৫ জুন চতুর্থ ধাপের সঙ্গে। ৯ জুন যেসব উপজেলায় ভোট হবে-বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দীন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা; রাঙ্গামাটির বাঘাইছড়ি এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরী।
বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিস হতে জানা যায় ইতিমধ্যে সকল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নির্ধারন ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমা ঘোড়া প্রতীক ও নতুন চেয়ারম্যান প্রার্থী বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) অলিভ চাকমা আনারস প্রতীকে, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন বই প্রতীকে আবুল কাইয়ুম, টিউবওয়েল প্রতীকে মনছুর আলী, তালা প্রতীকে দিপ্তীমান চাকমা, চশমা প্রতীকে আনোয়ার হোসেন ও উড়োজাহাজ প্রতীকে নিখিল জীবন চাকমা। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রার্থীতা করছেন ফুটবল প্রতীকে সাগরিকা ও প্রজাপতি প্রতীকে সুমিতা চাকমা প্রচারনায় ব্যস্ত সময় কাটিয়ে আগামীকাল থেকে আবার প্রচারনা শুরু হওয়ার কথা রয়েছে।
বাঘাইছড়ি উপজেলার ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে ৩৯ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭৮০২৯ জন তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪০৭৯৬, মহিলা ভোটার সংখ্যা ৩৭২৩২ এবং হিজড়া ভোটার রয়েছেন মাত্র ১ জন৷ হেলিসর্টি কেন্দ্র রয়েছে ছয়টি সাজেক ইউনিয়নে ৫ টি এবং বাঘাইছড়ি ইউনিয়নে ১ টি কেন্দ্র রয়েছে, কেন্দ্রগুলোতে ভোটের দুইদিন আগেই পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |