উপজেলা স্কাউট কমিটি গঠন, সভাপতি ইউএনও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩
নিজস্ব প্রতিনিধি||
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় স্কাউটস এর ত্রি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এবং সম্পাদক কাচালং সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মনোনীত।
সোমবার (৭ আগস্ট) দুপুর ১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার রুমামা আক্তার এর সভাপতিত্বে ত্রি বার্ষিক কাউন্সিলে ২৩ টি মাধ্যমিক- নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ১ টি মাদ্রাসা ও প্রায় ১১৮ টি প্রাইমারী স্কুলের প্রতিনিধিদের অংশগ্রহণে কাউন্সিলে উপজেলা স্কাউটস এর ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
উল্লেখ্য যে নব নির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিগত সময়ে ৩ (তিন) মেয়াদে ৯ বছর উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন,  এবং বিগত কমিটির কমিশনারের দায়িত্ব পালন করেন।
সভায় উপস্থিত সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুরোধে জনাব সিরাজুল ইসলাম এর মেধা, যোগ্যতা, প্রজ্ঞা, নিষ্ঠা ও সততার জন্য আবারো সাধারণ সম্পাদক পদে তার নাম প্রস্তাব করা হয় এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।