রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় স্কাউটসের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এবং সাধারণ সম্পাদক কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলে ২৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় একটি মাদ্রাসা ও প্রায় ১১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে কাউন্সিলে উপজেলা স্কাউটসের ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয় ।
উল্লেখ্য যে, নব নির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছাত্র জীবন থেকে প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাটিং, মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটিং এবং কলেজ জীবনে রোভার স্কাউটিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
সভায় উপস্থিত সকলের সমর্থনে জনাব সিরাজুল ইসলামের মেধা, যোগ্যতা, প্রজ্ঞা, নিষ্ঠা এবং সততার জন্য তাকে সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব পূর্বক আস্থা রেখে দায়িত্ব অর্পণ করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪