রাঙ্গামাটির বাঘাইছড়ি থানা পুলিশের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল (সোমবার) বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ শাহাদাত হোসেনের উদ্যোগে ও তাঁর সহকর্মী সহ পুলিশ সদস্যদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র জমির হোসেন সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশের সদস্যরা সহ অসংখ্য দর্শক উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে ওসি শাহাদাত হোসেন সহ স্হানীয় শিল্পিদের মনোমুগ্ধকর নাচ-গান পরিবেশনা ছাড়াও সকলের প্রধান আকর্ষন ছিল ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলার কমেডিয়ান শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স সিজন নাইনের সুপার স্টার মোঃ সাইদুর রহমান পাবেল।
বাঘাইছড়ি থানার পক্ষে তাঁকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন ওসি শাহাদাত হোসেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪