বাঘাইছড়ি – দীঘিনালা রাস্তায় পাহাড় ধসে যানচলাচলে বিগ্ন প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩ অতিরিক্ত বৃষ্টি বর্ষণের ফলে পাহাড় ও গাছ ধ্বসে বাঘাইছড়ি – দিঘীনালা সড়কের যানচলাচল বন্ধ আছে। রবিবার (০৬ আগস্ট) বেলা ১২ টার দিকে বাঘাইছড়ি উপজেলার দুইটিলা এলাকায় ভারি বর্ষণের (বৃষ্টিতে) ফলে পাহাড়ের মাটি নরম হয়ে পাহাড় ধসে মাটিও গাছ রাস্তায় পড়ে সাময়িকের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। দুইটিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্য, খাগড়াছড়ি সড়ক জনপদ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় রাস্তা পরিস্কার কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত যানচলাচল স্বাভাবিক হবে বলে জানা যায়। SHARES প্রচ্ছদ বিষয়: