রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নব নির্মিত দুটি আরসিসি সড়কের উদ্বোধন হয়েছে।
শনিবার (১৮ মে) দুপুর ২ ঘটিকায় সড়ক দুটি উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা এবং রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতাব্বর, সড়ক দুটি হলো চৌমুহনী চত্বর হতে প্রেসক্লাব পর্যন্ত এবং অপরটি মাস্টার পাড়া সড়ক হতে মফিজ মাষ্টারের বাড়ি পর্যন্ত, এসময় বাঘাইছড়িপৌরসভার মেয়র জমির হোসেন সহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্হিত ছিলেন। ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে বাঘাইছড়ি পৌরসভার তত্তবধানে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে।
পৌর মেয়র জমির হোসেন জানান আমি নির্বাচনের আগে সড়ক দুটি নির্মাণের উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছি আজ সড়ক উদ্বোধন হওয়ায় অনেক ভালো লাগছে এবং পৌর এলাকায় আরো যেসকল গুরুত্বপূর্ণ সড়কের কাজ বাকি আছে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য চেষ্টা করবো।
কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মফিজুর রহমান বলেন মাস্টার পাড়া সড়ক হতে আমার বাড়ি পর্যন্ত সড়কে প্রায় ৫০ পরিবারের কষ্টের দিনের সমাপ্তি হলো এই সড়ক উদ্বোধনের মাধ্যমে, তিনিসহ সুবিধাভোগী এলাকাবাসী বাঘাইছড়ি পৌরসভার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪