বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৮ টায় কাচালং বাজারে সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বিশেষ অতিথিদের মধ্যে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, রাঙ্গামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য পৌর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার সরোয়ার আলম, পৌর বিএনপির সহ সভাপতি আফসার উদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা, পৌর বিএনপির সহ সভাপতি শাহজাহান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসান সহ পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ হারুনুর রশিদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহবায়ক ইউনুস মানিক, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর তাতীদলের সভাপতি খিজির আহমদ, কাচালং সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক নুর কবির, পৌর কৃষক দলের আহবায়ক মোঃ ইব্রাহীম, পৌর জাসাস এর আহবায়ক মোঃ মাসুদ, পৌর যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিগত আওয়ামী সরকারের কড়া সমালোচনা করে বলেন ১৫ বছরের বেশী সময় বাঘাইছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড তথা কাচালং বাজার এলাকায় বিএনপির কোন সভা বা অনুষ্ঠান করা সম্ভব হয়নি কারন ৫নং ওয়ার্ডকে আওয়ামীলীগের দোসররা বাঘাইছড়ির গোপালগঞ্জ বানিয়ে রেখেছিলো কিন্তু ৫ আগস্টের পর থেকে তাদের আর কোন হদিস পাওয়া যাচ্ছেনা। তারা শুধু আমাদের দলীয় কার্যাক্রমে বাধা দেয়নি তারা কেড়ে নিয়েছে ভোট প্রদানের নাগরিক অধিকার, ৫ আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর বর্তমানে বাংলাদেশের মানুষ ও সকল রাজনৈতিক দল কোন বাধা ছাড়া মনের ভাব প্রকাশ করতে পারছে এবং আগামীর সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে। বক্তারা আরো বলেন বাঘাইছড়িতে উন্নয়নের সকল সুচনা হয়েছে বিএনপি সরকারের সময়ে এবং আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বাঘাইছড়ির মানুষের সকল চাওয়া পূরণ করা হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন একই সাথে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার জন্য বিএনপির নেতাকর্মী ও অভিভাবকদের প্রতি আহবান জানান এবং কোন মাদকাসক্ত বিএনপি পরিবারের কেও হতে পারেনা বলে হুশিয়ারী জানান নেতৃবৃন্দরা।