বাঘাইছড়ি পৌর ছাত্রলীগের ১নং ওয়ার্ড শাখার সম্মেলন সম্পন্ন, সভাপতি জাহিদুল সম্পাদক ইমন প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৩ নিজস্ব প্রতিনিধি|| রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ ছাত্রলীগ বাঘাইছড়ি পৌর শাখার অন্তর্গত ১নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৩জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় শেখ ফজিলাতুন নেছা মুজিব কমপ্লেক্সে ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ সাহাদাত হোসেন এর সভাপতিত্বে ১ম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর হাফেজ আহাম্মদ। সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের আহবায়ক মোঃ মোরশেদুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ মনির উদ্দিন নিরব। ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আতাউর রহমান, উপ দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিঠু,উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ আলী, সাবেক ছাত্রনেতা সুজিত চক্রবর্ত্তী, সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান, বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের আহবায়ক সানি দেব, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, কাচালং কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন তাই সকলে মুজিব আদর্শ ধারন রাজনীতির মাঠে সরব থাকার আহবান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ছাত্রলীগের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। প্রথম অধিবেশনে পৌর ছাত্রলীগের আহবায়ক মোরশেদুল আলম ১নং ওয়ার্ড ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে সম্মেলন কার্যক্রম শুরু করেন। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হিসেবে মোঃ কামরুল হাসান ইমন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শিহাব উদ্দিন মনোনীত হোন। সভাপতি পদে জাহিদুল ইসলাম শুভ ও লোকমান হোসেন দৌত প্রার্থী হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম শুভ নির্বাচিত হয়। সম্মেলন শেষে পৌর ছাত্রলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের সাক্ষরে ১নং ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়, আংশিক কমিটিতে যারা আছেন যথাক্রমে সভাপতি – মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক- মোঃ কামরুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। আগামী ৭ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার নির্দেশনা দেন পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি। শতাধীক ছাত্রলীগের নেতা কর্মীদের উপস্থিতিতে উৎসমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়। SHARES রাজনীতি বিষয়: