|| মুহাম্মদ এস কে রিয়াজ ||
রাঙ্গামাটির বাঘাইছড়িতে দীর্ঘদিন বন্ধের পর আবারো নিয়মিত ফুটবল প্রশিক্ষণ শুরু করলো উপজেলার একমাত্র ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাঘাইছড়ি ফুটবল একাডেমী।
রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় কাচালং সরকারি কলেজ মাঠে অর্ধশত ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ শুরু করেন একাডেমি কোচ কামরুজ্জামান লিটন। এসময় একাডেমির পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে রাশেদুল ইসলাম শামীম, মোঃ হান্নান, লোকমাম হোসেন, নেওয়াজ মোর্শেদ রাসু, দ্যুতি চাকমা, উদ্দেশন চাকমা, আশ্রাফ উদ্দিন রাব্বি প্রমুখ প্রশিক্ষণে সহযোগিতা করেন।
মোঃ হান্নান বলেন বাঘাইছড়ি উপজেলায় প্রচুর প্রতিভাবান ফুটবল খেলোয়াড় রয়েছে তাদের গাইড করে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আমাদের একাডেমির পথচলা শুরু। দীর্ঘদিন তীব্র গরম এবং উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর কারনে একাডেমির কার্যক্রম বন্ধ ছিলো। আজ থেকে নিয়মিত প্রশিক্ষণ চলবে।
প্রতি শিক্ষার্থী হতে মাসে মাত্র ৫০০ টাকা ফি নেয়া হয় এই ফুটবল একাডেমীতে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪