বাঘাইছড়ি ফুটবল একাডেমীর বঙ্গলতলীর ৪০ জন প্রশিক্ষনার্থীর মাঝে জার্সি প্রদান প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪ ||পিয়াল দত্ত|| রাঙ্গামাটির বাঘাইছড়িতে একমাত্র ক্রীড়া প্রশিক্ষণমূলক সংগঠন বাঘাইছড়ি ফুটবল একাডেমীর বঙ্গলতলী শাখার ৪০ জন ছেলে মেয়ে খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি প্রদান সম্পন্ন। ছেলেদের পাশাপাশি প্রতিভাবান মেয়ে খেলোয়াড় দের এগিয়ে নেয়ার প্রত্যয়ে নিয়মিত ফুটবল প্রশিক্ষন দেয়া হচ্ছে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের নারী ফুটবলারদের, আর এই প্রশিক্ষণের দায়িত্ব গ্রহণ করে বঙ্গলতলীতে নতুন শাখা গঠন করেছে উপজেলার একমাত্র ক্রীড়া প্রশিক্ষণ সংগঠন বাঘাইছড়ি ফুটবল একাডেমী। বুধবার (২০ মার্চ) বিকাল ৩ ঘটিকায় বিটি উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষনার্থীদের মাঝে জার্সি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য ও জার্সি প্রদান করেন বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, বাঘাইছড়ি ফুটবল একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম শামীম এর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে করেঙ্গাতলী কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ইন্দ্র বিকাশ চাকমা, বিটি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও একাডেমির কোচ সন্তোষ কুমার চাকমা, সাধারণ সম্পাদক রানা চাকমা, সহ সভাপতি উদ্যেশন চাকমা, কোষাধ্যক্ষ মোঃ হান্নান, সহ কোষাধ্যক্ষ দ্যুতি চাকমা, কোচ কামরুজ্জামান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, বাঘাইছড়ি ফুটবল একাডেমী খেলোয়াড় তৈরীর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসার দাবীদার বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নারী খেলোয়াড়দের ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার জন্য তাদের উদ্যোগকে স্বাগত জানাই, তিনি একাডেমির পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। ফুটবল একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম শামীম বলেন বাঘাইছড়ি উপজেলায় প্রচুর প্রতিভাবান নারী – পুরুষ ফুটবল খেলোয়াড় রয়েছে তাদের গাইড করে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আমাদের একাডেমির পথচলা শুরু। তারই ধারাবাহিকতায় আমরা বঙ্গলতলীতে একাডেমির শাখা শুরু করেছি একই সাথে খেদারমারা ইউনিয়নেও আমাদের নতুন শাখায় প্রশিক্ষন শুরু হয়েছে। কাচালং কলেজ মাঠ, বিটি উচ্চ বিদ্যালয় ও খেদারমারা মাঠে দক্ষ কোচের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ চলছে, প্রশিক্ষনার্থীদের মাঝে নতুন জার্সি প্রদান করলাম তাদের আগ্রহ উৎসাহ বৃদ্ধির লক্ষে। বাঘাইছড়ি উপজেলা প্রমিলা ফুটবল দলের খেলোয়াড় ও একাডেমির প্রশিক্ষনার্থী পূর্নিমা চাকমা বলেন আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল খেলা শুরু করেছি এখন কলেজে পড়ছি একাডেমির প্রশিক্ষণ নিয়ে নিজেকে ভালো ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আমার, যদি আমি না পারি তবে আমাদের দেখানো পথে আমাদের ছোট বোনরা যেন এগিয়ে যায় এই চেষ্টা আমাদের। SHARES খেলাধুলা বিষয়: