বানবাসী মানুষেরা যাতে কোনভাবেই সাহস না হারায় সে জন্য আমাদের সকলকে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শনিবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার এফ ব্লক, মাধ্যম পাড়া সহ প্রায় দুই হাজার পরিবাররে মাঝে ত্রাণ বিতরণ করা হয়। একই সময় জেলা পুলিশের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে ৫শতধিক পরিবারের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন বন্যা দূর্গত মানুষের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আন্তরিকতার কোন ঘাটতি নেই। পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ও কাজ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা।
এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন সচিব কংকন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার বাঘাইছড়ি সার্কেল মোঃ আব্দুল আওয়াল, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, সহকারী কমিশনার রেদোয়ান ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
রাঙামাটির পুলিশ সুপার বলেন, মানুষ হিসেবে মানুষের পাশে থাকার জন্য পুলিশের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। যে কোন বিপদে আমরা মানুষের পাশে থাকতে চাই। ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪