সাহিত্যিক ও সামাজিক সংগঠন পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের উদ্দ্যোগে ও পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি হাসান শরিফে সার্বিক তদারকি ও সহযোগিতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা বন্যার্তদের মাঝে ভালোবাসার উপহার স্বরূপ ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে পুরাতন মারিশ্যা এলাকায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় অর্ধশত পরিবারকে পার্বত্য কাব্যের পক্ষ থেকে ভালোবাসার উপহার স্বরূপ খাদ্য সামগ্রী প্রদান করা হয় এতে চার কেজি চাউল, এক লিটার সয়াবিন তেল ও দুই কেজি করে আলু দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক কবি হাসান শরিফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বশির আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণনের শুরুতে পার্বত্য কাব্যের দায়িত্বশীলরা সংক্ষিপ্ত এক আলোচনায় বলেন, পার্বত্য কাব্য একটি সাহিত্য ও সামাজিক সংগঠন যার শুরু পার্বত্য জেলা রাঙামাটি থেকে। পার্বত্য কাব্য অতীতে ও ত্রাণ ও অর্থ সহযোগিতার মাধ্যমে দূর্যোগে অসহায় মানুষদের পাশে ছিলো, বর্তমানে ও আছে, ভবিষ্যতে ও থাকবে সবার ভালোবাসা সাথে নিয়ে এবং যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন পার্বত্য কাব্যের এই উদ্যোগকে সফল করতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের পক্ষে সংক্ষিপ্ত ঐ আলোচনায় অংশ নিয়ে বক্তারা এতো দূর থেকে বাঘাইছিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রান সহযোগিতা পৌঁছে দেবার জন্য পার্বত্য কাব্যের কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে পার্বত্য কাব্যেকে ধন্যবাদ জানান।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪