বাঘাইছড়িতে আনসার ভিডিপির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরন প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩ বাঘাইছড়ি উপজেলা আনসার ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি অফিসার ছাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ। বক্তারা বলেন দেশের দুর্যোগকালীন বা যে কোন ক্রান্তিলগ্নে সর্বদা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন, তারা যেন শীতে কষ্ট না পায় তার জন্যই এই আয়োজন। আজ ৬০ জন ভিডিপি সদস্যর মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়। ভবিষ্যতে আরো সদস্যদের প্রদান করা হবে বলে জানানো হয়। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: