//সংবাদদাতা-মোঃ মহিউদ্দিন//
বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। দিবসটির স্লোগান ঠিক করা হয়েছে- "তথ্য আমার অধিকার জানতে হবে সবার, তথ্য আমার অধিকার: জানা আছে কি সবার"।
তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০২ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে ইউনেস্কো এবং ২০১৯ সালে জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিক সর্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশেও সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস -২০২১।
আজ (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য কমিশন এর আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনার আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলী হোসেন, প্রেসক্লাবের সভাপতি দীলিপ কুমার দাস, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্র সেন চাকমাসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ।
সভায় বক্তারা তথ্য অধিকার সম্পর্কিত বিষয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, তথ্য অধিকার আইন একটি জনকল্যাণকর আইন। দেশের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সব স্তরে দুর্নীতি দূরীকরণের একটি কার্যকর হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪