বাঘাইছড়িতে আহলে সুন্নাতের ঈদ পুনর্মিলনী ও সমন্বয় সভা সম্পন্ন

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মে ৬, ২০২২

আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার সমন্বয় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(০৬ মে-২০২২) বিকাল ৪ টা থেকে বটতলী আদনান কমিউনিটি সেন্টারে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আহলে সুন্নাত সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কাউছার উদ্দিন নুরীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন রাব্বানী,বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব লুৎফর রহমান, এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল জলিল, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম আলকাদেরী,অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নিজাম উদ্দিন কাদেরী, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম নেজামী,প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মাইজভান্ডারি,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা নুরুল ইসলাম,সদস্য আসগর আলী, উপজেলা যুবসেনার সদস্য সচিব জনাব মুহাম্মদ তৈয়বুর রহমান,সদস্য জনাব মুহাম্মদ আইয়ুব আলী,ছাত্রসেনা সভাপতি শায়ের ওসমান গনি, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন,দাওয়াহ সম্পাদক হাফেজ সাকিব আল-হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ সাইদুল ইসলাম প্রমুখ।