বাঘাইছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মেম্বার সহ ২৯৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২ //মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি// সপ্তম ধাপে আগামী ৭ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আট ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই আট ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ২৯৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। বুধবার (১২ জানুয়ারি ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র জমা করেন। উপজেলা নির্বাচন অফিসার কার্যালয় থেকে জানা যায় আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী সাধারণ সদস্যপদে ১৯৭ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭২ জন প্রার্থী উপজেলা রিটার্রিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের হাজারো কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিতে দেখা গেছে। এই আট ইউনিয়নে মোট ভোটার ৬৫৪১৪ , এর মধ্যে পুরুষ ৩৪৫৭৮ ভোটার , নারী ভোটার ৩০৮৩৫ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৭২টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ২৪ টি, মোট ভোট কেন্দ্র ৭৭ টি, মোট ভোট কক্ষ ১৮৬ টি, অস্থায়ী কক্ষ সংখ্যা ১৯ টি বলে জানা যায়। SHARES আমতলী ইউনিয়ন বিষয়: