//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাতে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা,কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ,উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সুগাত চাকমা, বাঘাইছড়ি থানার প্রতিনিধি এস আই ইমাম উদ্দিন, ২৭ বিজিবি মারশ্যাি জোনের প্রতিনিধি মোঃ শাখাওয়াত এবং উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল বাসার, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজী ও নাশকতা এবং হুমকি, মাদকদ্রব্য বিষয়ে কোন ধরনের তথ্য পাওয়া মাত্রই নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদান করতে হবে।
বক্তারা আরো বলেন, বাঘাইছড়ি পৌরসভা থেকে ৮ কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার মধ্য লাইটিং করার প্রকল্প হাতে নিয়েছে, যার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪