বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের শিশু খাদ্য ও শুকনা খাবার বিতরণ প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২ //মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি// রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অসহায় ও দরিদ্রদের মাঝে শুকনা খাবার ও শিশু খাদ্য বিতরণ করে উপজেলা প্রশাসন। বুধবার ২ মার্চ বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক এ খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও বাঘাইছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার উপস্থিত থেকে এসব শুকনা খাবার ও শিশু খাদ্য বিতরণ করেন। ৫০ জনকে শিশু খাদ্য ও ৮০ জনকে শুকনা খাবার বিতরণ করা হয়, প্রতিটি প্যাকেটে ছিলো মিনিকেট চাল ১০ কেজি,চিড়া ২ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, তেল ১ কেজি, মশুর ডাল ১ কেজি, নুডলস (স্টিক) ৫০০ গ্রাম। SHARES প্রচ্ছদ বিষয়: