বাঘাইছড়িতে এম এন লারমার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার ১০ নভেম্বর সকালে বাঘাইছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের জীবঙ্গছড়া(বাবুপাড়া) এলাকাবাসীর উদ্যোগে এম এন লারমার স্মৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করা হয়। এম এন লারমার মৃত্যু বার্ষিকীর দিনকে জুম্ম জাতীয় শোক দিবস বলা হয়ে থাকে, এম এন লারমার জীবনী নিয়ে স্মৃতিচারন ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। বক্তারা জুম্ম জাতির কল্যাণে এম এন লারমার অবদান সম্পর্কে আলোচনা করেন এবং তার জীবনী নিয়ে যুব সমাজের উদ্দেশ্যে শিক্ষামুলক বক্তব্য রাখেন। এসময় নানান বয়সী মানুষরা প্রয়াত এম এন লারমার প্রতিকৃতিতে পুুষ্পমাল্য অর্পণ করেন। SHARES প্রচ্ছদ বিষয়: