//মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি//
বাঘাইছড়িতে পাহাড়ের অবিসংবাদিত নেতা ও সাবেক সংসদ সদস্য শ্রী মানবেন্দ্র নারায়ন লারমার ৩৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলাস্থ বাবুপাড়া এলাকায় জুম্ম জাতীর শোক দিবস উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা জেএসএস (এম এন লারমা) ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মানবেন্দ্র নারায়ণ লারমা অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোকপ্রস্তাব পাঠ , কালো ব্যাজ ধারণ,শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এসময় বাঘাইছড়ি থানা জেএসএস (এম এন লারমা)-এর সভাপতি জ্ঞানজিব চাকমার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জেএসএস (এম এন লারমা) সাংগঠনিক সম্পাদক সুরেশ কান্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসন চাকমা সহ উপজেলা জেএসএস (এম এন লারমা) ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত নেতাকর্মী সমর্থকগন।
স্মরণসভায় উপস্থিত বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমা আদর্শ ও চেতনাকে ধারণ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন এর লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে বৃহত্তর জুম্ম জাতির ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
একই দিন সন্ধ্যা ৭ ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড্ডয়ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে বলে জানা যায়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪