//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের ১ কোটি পরিবারের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় সমগ্র বাঘাইছড়ি উপজেলাতে এক যুগে এই বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারী প্রকৌশল মাহবুবুর রহমান, ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার অংজিং মারমা, ৩ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর বাহার উদ্দিন সরকার,২ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ ওবায়দুল হক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,পৌর ওয়ার্ড কাউন্সিলর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গন।
উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষ যাতে রমজান মাসে কষ্ট না পায় সে জন্য সরকার টিসিবি'র পণ্যর ব্যবস্থা করেছে। বাঘাইছড়ি উপজেলায় ১৭ হাজার পরিবারকে টিসিবির পণ্য সামগ্রী দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গরীব-দুঃখী মানুষের কথা ভাবেন। যে কারণে তিনি দরিদ্র জনগোষ্ঠীর নিকট পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এ পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সর্বক্ষণ নজরে রেখেছি।
জানা গেছে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা প্রণয়ন করে উপকারভোগী পরিবার পরিচিতি কার্ড দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে আজ থেকে ৬৫ টাকা কেজি দরে ২ কেজি ডাল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি ও ১১০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল বিক্রি হবে।
এছাড়া দ্বিতীয় পর্যায়ে পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিক্রি হবে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪