বাঘাইছড়িতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১ //মোঃমহিউদ্দিন,বাঘাইছড়ি// “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগন” এই প্রতিপাদ্য বিষয়ে রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জাফর আলী খান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়েস চাকমা, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী হোসেন, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী গন। আলোচনা সভায় বক্তরা বলেন সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড এবং ডিজিটাল বাংলাদেশ ঘোষনার পর থেকে সরকার সকল ক্ষেত্রে দেশে অনেক উন্নয়ন সাধন করেছে, যা সকলের কাছে দৃশ্যমান। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: