বাঘাইছড়িতে দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ //নিউজ ডেস্ক// ক’দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতেও চলছে প্রতিমা তৈরির শেষ মুহুর্তের ব্যস্ততা। যেন কারিগরদের দম ফেলার ফুসরত নেই। বিভিন্ন পূজামণ্ডপ সূত্রে জানা গেছে, এবছর বাঘাইছড়ি উপজেলায় মোট চারটি মন্দিরে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে উপজেলা সদরে অবস্থিত দুইটি মন্দিরেই চলছে প্রতিমা তৈরির কাজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মৃৎশিল্পীরা। মনের মাধুরী মিশিয়ে তৈরি করছেন মা দুর্গার প্রতিমা। বলা যায় গত বছরে করোনাভাইরাসের প্রভাবে উপজেলায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে দুর্গোৎসব। কিন্তু এবছর সেই সংকট কাটিয়ে বেশ জমকালো পুজো আয়োজনের উদ্যোগ নিয়েছে মণ্ডপ কর্তৃপক্ষ। এবারে পুজোতে গত বারের চেয়ে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছেন ধর্মীয় নেতারা। উপজেলা সদরে অবস্থিত শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, খেদারমারা ইউনিয়নে অবস্থিত দূরছড়ি জগন্নাথ কালী মন্দির , বঙ্গলতলী ইউনিয়নে অবস্থিত করেঙ্গাতলী হরি মন্দির ও সাজেক ইউনিয়নে অবস্থিত মাচালং হরি মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হবে। বাঘাইছড়ি পৌর এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শান্ত দেব বলেন, এবছর অনেক আগেই প্রতিমা তৈরির কাজ শুরু করছেন দূর্গাপূজা উদযাপন কমিটি। বর্তমান সময়ে তেমন কারিগর সংকট না থাকলেও যত তাড়াতাড়ি সম্ভব প্রতিমা তৈরি সম্পন্ন করতে যাচ্ছেন প্রতিমা শিল্পীরা এবং এবছর করোনার তেমন প্রভাব না থাকার ফলে উৎসবের কোন ঘাটতি হবে না বলে আমরা আশাবাদী। SHARES পার্বত্য চট্টগ্রাম বিষয়: দুর্গাপূজা