//মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি//
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকী উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দূর্যোগ সহনীয় ঘর তৈরির অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৯ মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
২৬ জানুয়ারী বুধবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দ্বিতীয় ধাপে চলমান ৯০ টি ঘরের কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে চলমান কাজ দেখে প্রধানমন্ত্রী কার্য়ালয়ের পরিচালক - ৯ সাখাওয়াত হোসেন সন্তুষ্টি প্রকাশ করেন।
এছাড়াও তিনি উপকার ভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের শারিরীক অবস্থার খোজ খবর নেন এবং উপজেলা ভূমি অফিস, উপজেলা অ্যাডমিনিস্ট্রশন স্কুল এন্ড কলেজ ও উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন পরিদর্শন করেন।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের এডিসি রেভিনিউ শিল্পী রাণী, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪