বাঘাইছড়িতে দেড় শতাধিক পরিবারে মারিশ্যা জোনের ইফতার সামগ্রী বিতরন প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২ //মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি// রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য ও উন্নত মানের ইফতার সামগ্রী বিতরন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মারিশ্যা জোন সদরে অসহায় ও হতদরিদ্র ৭৫ পরিবার এবং উপজেলার চার কিলো নামক স্থানে প্রশিক্ষণ টিলা এলাকায় অসহায় ৮০ পরিবারসহ মোট ১৫৫ পরিবারের মাঝে এসব খাবার ও ইফতার সামগ্রী বিতরন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি, আর্টিলারী। এসময় প্রশিক্ষণ টিলা এলাকায় জোন কমান্ডারের পক্ষে বিজিবি মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল পাঁচ কেজি, ছোলা দুই কেজি, সোয়াবিন তেল এক কেজি, খেজুর এক কেজি, ডাউল এক কেজি। বিজিবি জোন কমান্ডার জানান শান্তি সম্প্রিতি ও উন্নয়ন এবং বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সামগ্রী বিতরন করা হয়েছে। আগামীতেও এমন জনকল্যাণমুখী কাজ অব্যহত থাকবে। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: