বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তিনটি প্রকল্পের উদ্বোধন করেন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২

//মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি//
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত ৯ কোটি ২০ লাখ টাকার তিনটি প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

১২ মার্চ শনিবার সকালে বাঘাইছড়ি মুখ ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ প্রয়াত উপালী মহাথেরোর অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এসব প্রকল্পের উদ্বোধন করেন নিখিল কুমার চাকমা।

প্রকল্পগুলো হলো বাঘাইছড়ি আবাসিক বিদ্যালয় হতে দানবীর চাকমার বাড়ি পর্যন্ত ৪০ লাখ টাকার পাকা রাস্তা নির্মাণ, ৮০ লাখ টাকা ব্যায়ে শিজুগ কলেজের নতুন ছাত্রবাস ভবন, ৮ কোটি টাকা ব্যায়ে সারোয়াতলী হতে আমতলী বাজার পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ।

সকালে আবাসিক বিদ্যালয় থেকে দানবীর চাকমার বাড়ির পাকা রাস্তা উদ্বোধন শেষে নিখিল কুমার চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপালী মহাথেরোর ধর্মীয় সভায় অংশ গ্রহন করেন। ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা বলেন বাঘাইছড়ি উপজেলার প্রতি আমার অন্তরের টান রয়েছে কারণ ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের ফলে ৩৪০ বর্গকিলোমিটার এলাকা পানির নিচে তলিয়ে যায় সেখানে সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্ত হয় বাছাইছড়ি বাসী। তাই একটু সুযোগ পেলে বাঘাইছড়ি উপজেলা বাসীর জন্য কিছু করার চেষ্টা করি। পরে নিখিল কুমার চাকমা তার ব্যাক্তিগত পক্ষ থেকে নগদ এক লাখ টাকা সহায়তা দান করেন ধর্মীয় সভায়।

এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক কেরোল চাকমা, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিব চাকমা, ধর্মীয় সভার সদস্য সচিব দানবীর চাকমাসহ বিভিন্ন বিহারের ধর্মীয়গুরো গন উপস্থিত ছিলেন।