বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১ //সংবাদদাতা- মোঃ ফাহিম// গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় বাঘাইছড়ি উপজেলাতে করোনার টিকা গণহারে প্রদান করা হচ্ছে। ছবি- বঙ্গলতলী ইউপি টিকা কেন্দ্রে টিকাদান মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ৯ ঘটিকা থেকে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। টিকাদান কার্যক্রমের তদারকি করছেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তিনি জানান সরকারী নির্দেশনা মোতাবেক বাঘাইছড়ি পৌরসভা সহ ৬ টি ইউনিয়ন যথাক্রমে – সাজেক ইউনিয়ন, বঙ্গলতলী ইউনিয়ন, মারিশ্যা ইউনিয়ন, বাঘাইছড়ি ইউনিয়ন, খেদারমারা ইউনিয়ন ও আমতলী ইউনিয়নে চলছে গণটিকাদান কর্মসূচি। ছবি-মারিশ্যা ইউপি টিকা কেন্দ্র উপজেলার অন্য দুটি ইউনিয়ন সারোয়াতলী ও রূপকারী ইউনিয়নে ২৯/০৯/২১ তারিখে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণ টিকা কার্যক্রম চলবে। ছবি- খেদারমারা ইউপি টিকা কেন্দ্র গণটিকা কর্মসূচীতে ২৫ বছর হতে তদূর্ধ্ব নাগরিকরা টিকা নিতে পারবেন। উক্ত কর্মসূচিতে স্হানীয় জন প্রতিনিধিরা সহ আনসার -ভিডিপি ও পুলিশ সদস্যরা সেচ্ছাসেবক হিসেবে প্রয়োজনীয় সহযোগিতা করছেন। ছবি- বাঘাইছড়ি পৌরসভা টিকা কেন্দ্রে টিকাদান SHARES জাতীয় বিষয়: করোনা টিকা