বাঘাইছড়িতে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ গভীর শ্রদ্ধার স্মরণে পালিত হয়েছে, এবারের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার।

বৃহস্পতিবার ১৭ মার্চ সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাঘাইছড়ি পৌরসভা , মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান, অসি তদন্ত মনজুরুল আলম, বাঘাইছড়ি থানা প্রতিনিধি এস আই ইমাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। সৃর্যদয়ের সাথে সাথে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সকাল ৮ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,বিকার ৫ টায় কার্যালয়ে আলোচনা সভা, সন্ধা ৬ টায় কেক কেটে জন্মদিন পালন করা হবে।