//ইমরান হোসেন জুমান, বাঘাইছড়ি//
বাঘাইছড়িতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশ গমনের দাবীতে দোয়া ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল ২২ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বদিউল আলম, নূরুল আলম, আফসার হোসেন, সেলিম জাবেদ, কাদের মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুর, সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক মামুন, পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দীন, যুবনেতা জাহেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নূর উদ্দীন রাজু, সদস্য সচিব হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব হেলাল উদ্দীন, স্বেচ্ছাসেবকদল নেতা হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন রশিদ, সদস্য সচিব জিন্নাত তালুকদার, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার গাজী, ছাত্রনেতা বাবলু, সুমন, আমির, আশরাফ, শ্যামল, বখতিয়ার, মনছুর, আশিক প্রমুখ সহ কৃষকদল, শ্রমিকদল, তাতীদল সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও সু-চিকিৎসার দাবীতে বিশদ আলোচনা করেন। অতি দ্রুত সু-চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি না দিলে কেন্দ্র ঘোষিত যে কোন ধরনের কঠিন আন্দোলনে শরীক হবেন বলে হুশিয়ারী জানান।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪