//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
বাঘাইছড়িতে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ রওশন আরা (৪৫) নামে এক নারীকে আটক করেছে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।
আটককৃত নারী বাঘাইছড়ি পৌরসভার মাষ্টার পাড়া এলাকার ইমান আলীর স্ত্রী বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাষ্টার পাড়া এলাকায় ইমান আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমান আলী পালিয়ে গেলে তার স্ত্রীর উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালানো হয়।
[caption id="attachment_1947" align="alignnone" width="300"] আটককৃত গাজা[/caption]
এসময় দুই কেজি ১৩৬ গ্রাম গাঁজা, গাঁজা মাপার জন্য ডিজিটাল মেশিনসহ ইমান আলীর স্ত্রী রওশন আরাকে আটক করে পুলিশ। আটককৃত গাঁজার বর্তমান অবৈধ বাজার মূল্য ১ লক্ষ২০ হাজার টাকা বলে জানা যায়।
বাঘাইছড়ি থানার ডিউটি অফিসার এস আই মোঃ হানিফ জানিয়েছে, তারা স্বামী-স্ত্রী দুজনেই দীর্ঘদিন ধরে গোপনে গাঁজার ব্যবসার সাথে জড়িত, তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলার করা হয়েছে। আটককৃত নারীকে রাঙ্গামাটির প্রেরণ করা হয়েছে, এবং পলাতক আসামি ইমান আলীকে ধরার জন্য অভিযান চলছে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪