বাঘাইছড়িতে বীর মুক্তিযুদ্ধাদের সম্মানে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

//মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি//
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় মডেল টাউন শ্রী শ্রী লোকনাথ মন্দির ও অনাথ আশ্রম মাঠে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান।

এসময় বাঘাইছড়ি ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় ও উক্ত টুর্নামেন্টের সভাপতি জগৎ দাশ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ, বীর মুক্তিযুদ্ধা আজিজুল রহমান,  বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন। বাঘাইছড়ি পৌরসভা ৩নং কাউন্সিলর বাহার উদ্দিন সরকার সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠক খেলোয়াড়বৃন্দসহ নানা শ্রেণীর মানুষ।