//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতা দিবস -২০২২ উদযাপন উপলক্ষে, বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ই মার্চ) সন্ধ্যা ৭ ঘটিকায় মডেল টাউন শ্রী শ্রী লোকনাথ মন্দির ও অনাথ আশ্রম মাঠে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উক্ত টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি, বাঘাইছড়ি উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জগৎ দাশ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত সচিব ও মহাপরিচালক এ,এস,এম হাশিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ, বীর মুক্তিযুদ্ধা আজিজুল রহমান বাঘাইছড়ি ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, খেলোয়াড়বৃন্দসহ নানা শ্রেণীর মানুষ।
ফাইনালে দ্বৌত ভাবে চ্যাম্পিয়ন হয়েছে মোঃ সোলাইমান ও মোঃ মনির এবং রানার্সআপ হয়েছে তীর্থ ও সুমন।
[caption id="attachment_2273" align="alignnone" width="300"] ছবি- পুরুস্কার গ্রহণ করছে সুমন[/caption]
এককভাবে ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে সুমন ও রানার্স আপ মোঃ সোলাইমান।।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ৪৬ জন খেলোয়াড় অংশগ্রহন করে ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪