// মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি //
রাঙ্গামাটির বাঘাইছড়িতে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
বুধবার ২৩ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রিড়া সংস্থার মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ আজিজুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারগন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গন।
অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুক্তিদের " স্বাধীনতার স্বর্ণজয়ন্তী লেখা সম্বলিত টি-শার্ট, ক্যাপ, মুখের মাক্স ও রজনী গন্ধা ফুলের ষ্টীক দিয়ে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বরণ করে নেন এবং বাংলাদেশ জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।
অনুষ্ঠানে বক্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী কর্তৃক দেশ স্বাধীনতার পর থেকে দেশে বহুরূপী উন্নয়ন সাধন করেছেন এবং করে যাচ্ছেন, তার বিস্তারিত রুপ তুলে ধরেন ও দেশ উন্নয়নে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪