বাঘাইছড়িতে মাওলানা সৈয়দ মোকাররম বারীর ওয়াজে যুবকদের ঢল

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

//ইমরান হোসেন জুমান, বাঘাইছড়ি//
বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম লাল্যাঘোনা মাদ্রাসা প্রাঙ্গনে এলাকাবাসির উদ্যোগে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স  বিশাল ওয়াজ মাহফিলে বর্তমান সময়ের আলোচিত ইসলামী তরুণ বক্তা “আল্লামা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী” সহ অনেক স্বনামধন্য ইসলামী বক্তার আগমন হয়।

২৩ ফেব্রুয়ারি বুধবার বাদ আসর হইতে বটতলী দরবার শরীফের মেজ শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ আব্দুল বারী ছাহেবের সভাপতিত্বে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে বিশিষ্ট গুণী ইসলামী বক্তাদের উপস্থিতিতে মাহফিলে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে।

বিশেষ করে যুব সমাজের ভীড় চোখে পড়ার মতো ছিল। উপস্থিত বেশ কয়েকজন যুবক ও ছাত্রের জিজ্ঞাসাবাদে জানা যায় মাহফিলের প্রধান মেহমান সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী  এর সমসাময়িক আলোচনা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ও জীবন চারিতায় অনুসরনীয়। তাই উনাকে সরাসরি দেখতে ও ওয়াজ শুনতে যুবক, ছাত্র, বয়ষ্ক সহ সকল বয়সী শ্রোতাদের উপস্থিতির ভীড়ে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স সফল ও স্বার্থক হয়েছে বলে মনে করেন আয়োজকরা।