বাঘাইছড়িতে মুনিরিয়া যুব তবলীগের উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২

মাহবুবে ছোবহানী, কুতুবে রব্বানী হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর ওফাত বার্ষিকী স্মরণে অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিবীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৩ নং মারিশ্যা (বাঘাাইছড়ি, রাঙ্গামাটি) শাখার উদ্যোগে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স বাঘাইছড়িস্হ মিলনায়তনে গতকাল ১১ নভেম্বর শুক্রবার বাদে আসর ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের কর্মসূচিতে কোরআন তেলওয়াত, খতমে শেফা, জিকির মাহফিল, ফাতেহায়ে ইয়াজদাহুম শীর্ষক শরীয়ত-তাসাউফ ভিত্তিক আলোচনা এবং ঈছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন হয়।

প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইসিটি বিভাগের সিনিয়র ইনস্ট্রাকটর (ডেপুটি রেজিষ্টার) ও তরিক্বতের কেন্দ্রীয় ওলামা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ ফোরকান বলেন, মুমিন ব্যক্তি যখন আল্লাহকে স্মরণ করে তখন ক্বলবে পরির্বতন অনুভূত হয় এবং ঈমান মজবুত হয়। ক্বলবে তাওয়াজ্জুহ গ্রহণের মাধ্যমে ক্বলব পরিশুদ্ধ করে অধিক পরিমাণে মোরাকাবা (আল্লাহর ধ্যান/স্মরণ) করা অতীব জরুরী। সেই সাথে সুন্নতে রাসূল্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি মুহাব্বত ও আমলের মাধ্যমে ঈমানদার হওয়া সকলের দায়িত্ব ও কর্তব্য। গাউছুল আজম বড় পীর ছাহেবের ব্যবহৃত আত্মশুদ্ধিমূলক তাওয়াজ্জুহ ( ছিনা-ব-ছিনা নূর প্রদানের ব্যাবস্হাপনা) কার্যক্রম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে চলমান রয়েছে।

এফ ব্লক বাইতুন নূর জামে মসজিদের খতিব ও সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুল হক মুনিরী’র সভাপতিত্বে উদ্ভোধক ছিলেন বাঘাইছড়ি পৌরসভা কৃষক লীগের সভাপতি মুহাম্মদ ওসমান গনি।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ ব্যাক্তিত্ব আহম্মদ মিয়া চৌধুরী, মুহাম্মদ সিরাজ উদ দৌলা, মুহাম্মদ আব্দুল মান্নান, বটতলী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাবীবুর রহমান, মাওলানা মুহাম্মদ সাইফুর রহমান, ডাঃ মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান, আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ শফি, মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্মদ লুৎফর রহমান রাজীব, মুহাম্মদ মাহমুদুর রহমান মাষ্টার, আলহাজ্ব মুহাম্মদ আজিজুর রহমান, মুহাম্মদ সিরাজুল হক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

মিলাদ-কিয়াম ও ঈছালে ছাওয়াব শেষে বাংলাদেশের উন্নতি, বিশ্ব মুসলিম উম্মাহ এর সুখ-শান্তি-সমৃদ্ধি এলাকার সকল মরহুম -মরহুমাদের রূহের মাগফিরাত এবং বিশেষত কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দা জিল্লুহুল আলি ছাহেবের হায়াত ও বিমার শেফা কামনা এবং আগামী ৩ ডিসেম্বর রাজধানী ঢাকায় অনুষ্টিতব্য এশায়াত সম্মেলনের সফলতা কামনা করে মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়।