//মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি//
বাঘাইছড়িতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দিনটি উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন বিকেলে বর্ণাঢ্য র্যালী প্রদর্শন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা আওয়ামী যুব লীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক মোঃ ওসমান গনি, এসময় উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ এর সঞ্চালনায় যুব লীগের সভাপতি মোঃ শাহরিয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আলী হোসেন, সহ সভাপতি দিলীপ কুমার দাশ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন,শ্রমিকলীগ নেতা রফিক আলী, যুবলীগ নেতা মোঃ আলী,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দেব, ছাত্র নেতা মামুনুর রশিদ,সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা দেশ ও জাতির স্বার্থে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনন্য ভূমিকার ভূঁয়শী প্রশংসা করেন এবং যুব নেতা-কর্মীদের এব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান সহ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিশেষে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের সমন্বয়ে কেক কাটা সহ সাংস্কৃতিক অনষ্ঠানের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষিত হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪