বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২২

//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২২ যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার পাশাপাশি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে উপজেলা ক্রিয়া সংস্থার মাঠে জাতীয় সঙ্গীতের তালে তালে সালামি মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্যারেডের শুভ সূচনা করেন। পরে প্যারেডে পুলিশ বাহিনী, আনসার বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী হয়, উক্ত প্যারেড প্রদর্শনীতে নেতৃত্ব দেন এস আই মোঃ ইমাম উদ্দিন।

সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ বিজিবি মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভুঁইয়া, পিএসসি- আর্টিলারি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা,বাঘাইছড়ি এসিল্যান্ড মং চিং প্রু মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন খান, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান। এছাড়াও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহামান,আব্দুল ছবুর, বাঘাইছড়ি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা- কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র- ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি চারণ করেন এবং জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরে বলে শত ত্যাগের বিনিময়ে যারা এনেছে স্বাধীনতা তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।