বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালন

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস-২০২২ পালিত হয়েছে।

বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম‍্যান সুদর্শন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম‍্যান মোঃ আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, কাচালং সরকারি কলেজের অধ‍্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান, থানা অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের ভারপাপ্ত সভাপতি আলী হোসেন ও সহ সভাপতি দীলিপ কুমার দাশ।

উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার তোফায়েল আহাম্মদ এর সঞ্চালনায় সভায় বক্তব‍্য রাখেন উপজলা কৃষি অফিসার কৃষিবিদ ঈমরান হোসেন প্রমূখ।

বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আজকের এই দিনে বাংলাদেশের শতশত বুদ্ধিজীবী হত্যাকান্ডের শহিদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। শোক কে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নেয়ার জন্য দেশের প্রতিটা নাগরিককে ভুমিকা পালনের আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সুদর্শন চাকমা।