বাঘাইছড়িতে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২২

//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান শীর্ষক প্রকল্পের শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৪ মার্চ সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা কার্যালয়ের আয়োজনে,ইউনিসেফ বাংলাদেশ এর সহায়তা উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমন্বয় সভায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম,মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীমান চাকমা,উপজেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অফিসার মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গন।

এসময়ে বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে, ১৮ বছরের নিচে বিয়ে দেওয়া বাল্যবিবাহ, এই বাল্যবিবাহ দেওয়া ও তাদের সহোযোগিতা কারীকে জেল ও অর্থদণ্ডাদেশ রয়েছে,তাই সকলকে এই ধরনের অপরাধ থেকে দুরে থাকার জন্য আহবান করা হয়েছে।