বাঘাইছড়িতে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুমিল্লা রোটারি ক্লাব।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরসহ রোটারি ক্লাবের ঊর্ধতন কর্মকর্তা, সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার সুদূর কুমিল্লা থেকে বাঘাইছড়ির প্রত্যন্ত অঞ্চলে এসে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রোটারি ক্লাবের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪