//সংবাদদাতা- মোঃ মহিউদ্দন//
বাঘাইছড়ি উপজেলায় হতদরিদ্র পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে উন্নতমানের ঢেউটিন বিতরন করেন বর্ডার গার্ড বাংলাদেশ মারিশ্যা জোন ২৭ বিজিবি।
৩ অক্টোবর রবিবার দুপুরের দিকে মারিশ্যা জোন সদরদপ্তরে এসব ঢেউটিন বিতরন করেন ২৭ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী)।
টিন পেয়ে মোরঘোনা ছড়া এলাকার তরানী কুমার চাকমা(৬০) বলেন, আমার ঘরটি অনেক আগে ভেঙ্গে পড়ছে বৃষ্টি হলেই ঘরে পানি পরে সারারাত ঘুমাতে পারিনা। অনেক মানুষের কাছে সহায্য চেয়েও পাইনি, আমার দুরবস্থা দেখে বিজিবি এগিয়ে এসে আমাকে দুইবান্ডিল টিন দিয়েছে, এতে আমার ঘরটি মেরামত করে একটু শান্তিতে থাকতে পারবো।
এসময় জোন কমান্ডার বলেন বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব ঢেউটিন বিতরন করা হয়েছে। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে। মারিশ্যা বাসীর সূখ দুঃখের সাথী হিসেবে মারিশ্যা জোন সবসময়ই পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪