বাঘাইছড়িবাসীর ভালোবাসায় সিক্ত মেয়র প্রার্থী জমির হোসেন প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২২ //নিজস্ব প্রতিনিধি// আগামী ১৫ জুন বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ জমির হোসেন ঢাকা হতে বাঘাইছড়িতে আগমন উপলক্ষে শতশত নেতাকর্মীদের শুভেচ্ছা পেলেন। বাঘাইছড়ি উপজেলা থেকে ৮ জন প্রভাবশালী আওয়ামীলীগ নেতা দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্য থেকে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসনা এমপি দলীয় প্রতিক নৌকা মার্কায় নির্বাচনের জন্য নমিনেশন দিয়েছেন বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ জমির হোসেন কে, এই আনন্দকে উৎসবে পরিনত করার জন্য আজ (১৫ মে) রবিবার বেলা ৩ ঘটিকা হতে তিন কিলো এলাকা নামক স্থানে সমবেত হতে থাকে মেয়র প্রার্থী জমির হোসেনকে বরণ করার জন্য দুই শতাধিকের বেশী মোটরসাইকেলে শতশত নেতাকর্মী। ছবি- দলীয় নমিনেশন পত্র নেতাকর্মীরা জমির হোসেন কে বরণ করে বাঘাইছড়ি পৌরসভার ৯ টি ওয়ার্ডে শোভাযাত্রা করে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ সহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর বিকাল ৫ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জমায়েত হয় শোভাযাত্রা সীমিত সময়ের জন্য পথসভার মাধ্যমে শেষ হয় আজকের আয়োজন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মোঃ জমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, সিনিয়র নেতা আব্দুস শুক্কুর মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ। এসময় জমির বলেন, আমি দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে ধৈর্য্যের সাথে, মানুষের পাশে ছিলাম নেতাকর্মীদের আপদে ছুটে গিয়েছি আমার বিশ্বাস ছিলো দল আমাকে একদিন প্রতিদান দিবে আজ সেই সুদিন। তিনি আরো বলেন বাঘাইছড়ি পৌরসভার রূপ বদলে দেয়ার জন্য আমি ওয়াদাবদ্ধ, জনগণ আমাকে মনোনীত করলে আমার প্রথম কাজ হবে পৌরসভাকে ৩য় শ্রেণী হতে ২য় শ্রেণীতে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ করা, দলীয় নেতাকর্মী ও সুশীল সমাজ পাশে থাকলে বাঘাইছড়ি পৌরসভাকে আলোকিত করবো। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: