বাঘাইছড়িতে আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টে সকল শহিদের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে  শোক র‍্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় কার্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল ৯ ঘটিকায় নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শোকময় কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসুচি শুরু হয়।

স্মরণ সভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন দাশ এর সঞ্চালয় সভাপতিত্ব করেন সহ সভাপতি দিলীপ কুমার দাশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলাপরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি আলী হোসেন, দানবীর চাকমা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি জমির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, সাধারণ সম্পাদক জগৎ দাশ, শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিক আলী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সহ বিভিন্ন সংগ্রাম আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান নিয়ে স্মৃতিচারণ করেন এবং ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আলোচনা করেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্মরণ সভার সমাপ্তি হয়।

এর আগে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণের মধ্যদিয়ে শোক র‍্যালী অনুষ্ঠিত হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এছাড়াও শোক দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির এবং ক্যায়াং এ দোয়া ও প্রার্থনার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।